ফেসবুকে ডোমেইন ব্লক হলে আনব্লক করবেন যেভাবে

ফেসবুকে ডোমেইন ব্লক হলে আনব্লক করবেন যেভাবে

ফেসবুকে বিভিন্ন কারনে ডোমেইন ব্লক হয়ে যেতে পারে। ওয়েব সাইটে ভিজিটর আনার জন্য সবাই ফেসবুকে তাদের সাইট এর লিংক শেয়ার করে। যারা ব্লগ বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকি আমাদের সবথেকে বেশি Traffic ফেসবুক থেকেই আসে কিন্তু ফেসবুক আমাদের url ব্লক করে দেয় কিন্তু হঠাত করে দেখলেন আপনের ব্লগের পোস্ট ফেসবুকে শেয়ার করা যাচ্ছে না। কিভাবে আনব্লক করবেন জেনে নিন।

যদি আপনার Domain Facebook Block করে দেয়। তাহলে শুধু যে ভিজিটর হারাচ্ছেন, তা কিন্তু নয়।আপনার ডোমেইন সম্পর্কে গুগলের কাছেও একটা নেগেটিভ সিগন্যাল পৌঁছাবে। স্যোশাল শেয়ারিংয়ের মাধ্যমে যেমন আপনার সাইটের এসইওতে প্রভাব ফেলে। ঠিক তেমনি আপনার ডোমেইন সম্পর্কে ষ্প্যাম সিগন্যাল আপনার সাইটের এসইওতে নেগেটিভ প্রভাব ফেলবে। তাই যতো দ্রত সম্ভব আপনার সাইটকে ফেসবুকের স্প্যাম লিষ্ট থেকে Domain Unblocked করা উচিত।